একটি লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়: ইউক্রেনীয় গভর্নর

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক শহর দখল করেছে রাশিয়া। শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার বিষয়ে স্থানীয় গভর্নর বলেছেন, আমরা একটি লড়াইয়ে হেরেছি, কিন্তু যুদ্ধে হারিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাই বলেছেন, ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক ছেড়েছে, যাতে রুশ সেনারা দূর থেকে এটিকে ধ্বংস করতে না পারে।

তিনি বলেন, সেনারা এখন একটি নতুন সুরক্ষিত স্থানে অবস্থান নিয়েছে। রাশিয়ার কাছে শহরের নিয়ন্ত্রণ হারানো দুঃখজনক। কিন্তু আমরা মাত্র একটি লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়।

রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমাদের আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন গভর্নর।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক পুনরায় দখল করবে।

লিসিচানস্কের গভর্নর বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের সেনাদের পিছু হটতে হয়েছে। কারণ, শহরে থাকলে রুশ সেনাদের ঘেরাওয়ে পড়ার হুমকি রয়েছে।

তিনি বলেন, আমাদের সেনাবাহিনী শহরটি আরও দীর্ঘদিন ধরে রাখতে পারতো। কিন্তু রাশিয়ার কামান ও গোলাবারুদের বড় ধরনের সুবিধা রয়েছে। দূর থেকেই তারা সহজে শহরটি ধ্বংস করে দিতে পারে। ফলে সেখানে অবস্থান করার কোনও অর্থ হয় না।

তিনি আরও বলেন, আমাদের সেনাদের রক্ষা করা প্রয়োজন। যাতে যখন পর্যাপ্ত অস্ত্র আসবে সেগুলো স্বাভাবিক অভিযানে ও পাল্টা হামলায় ব্যবহার করা যায়।

পাশের ডনেস্ক অঞ্চলে সেনারা অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সেরহি হাইদাই।