ডনেস্কর দিকে রুশবাহিনীর অগ্রগতি ঠেকিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

এখন পর্যন্ত ডনেস্ক অঞ্চলের দিকে এগিয়ে যাওয়া রুশ সেনাবাহিনীকে ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে স্লোভিয়ানস্ক শহর ও বেশ কয়েকটি বেসামরিক এলাকায় ভারী গোলাবর্ষণ করছে রুশ সেনারা। বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রবিবার লিসিচানস্ক শহর দখলের পর পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। এরপর তারা ডনেস্ক অঞ্চল দখলে মনোযোগী হয়েছে। ইতোমধ্যে ডনেস্কর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা।

ডনেস্ক ও লুহানস্ক অঞ্চল মিলে ডনবাস এলাকা গঠিত হয়েছে। এটি ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত।

লুহানস্ক থেকে স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হওয়ার পথে রুশ ইউক্রেনীয় প্রতিরোধের মুখে পড়ছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, ডনেস্ক সীমান্তে আমার শত্রুদের ঠেকিয়ে রেখেছি। সিভারস্কি ডনেটস নদী পার হওয়ার চেষ্টায় রাশিয়া তাদের নিয়মিত ও সংরক্ষিত বাহিনীকে পাঠাচ্ছে। লুহানস্ক সীমান্তে দুটি ছোট বসতিতে তুমুল লড়াই হয়েছে।

তিনি বলেন, লুহানস্ক অঞ্চল এখনও লড়াই করছে। প্রায় সব ভূখণ্ড দখল হলেও দুটি বসতিতে লড়াই চলছে।  

হাইদাই ও অপর ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ডনেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

স্লোভিয়ানস্কের মেয়র ভাদিম লিয়াখ এক ভিডিও ব্রিফিংয়ে জানান, গত দুই সপ্তাহ ধরে শহরে গোলাবর্ষণ হচ্ছে। পরিস্থিতি নাজুক।