ইউক্রেনকে সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য: জেলেনস্কি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা ছাড়ার ঘোষণায় দেশটির সমর্থন অব্যাহত রাখা নিয়ে কিছুটা দুশ্চিন্তা পড়ে ইউক্রেন। তবে সেসব শঙ্কা উড়িয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ব্রিটেন কিয়েভকে আশ্বস্ত করেছে যে বিরোধপূর্ণ দেশের জন্য তাদের সমর্থন পরিবর্তন হবে না।

দলীয় এমিপদের পদত্যাগে চাপের মুখে বৃহস্পতিবার (৭ জুলাই) ক্ষমতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস। তবে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগপর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানো পর থেকেই কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে বরিস জনসন সরকার। তবে তার পদত্যাগে ইউক্রেন ইস্যুতে নীতির পরিবর্তন হবে কিনা এ সংশয় দেখা দেয়। রাতে নিয়মিত ভাষণে জেলেনস্কি বলেন, স্বাধীনতা রক্ষায় ব্রিটেনের ভূমিকা সত্যিই বিশ্বব্যাপী প্রশংসনীয়। এটি ব্রিটিশ সমাজের অবস্থানের প্রতিফলন, রাষ্ট্র প্রধানের নেতৃত্বের বিশেষ গুরুত্ব বহন করে।  

তিনি আরও বলেন, ‘তবে ভুলে যাবেন না যে আমরা রাষ্ট্রগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছি। ইউক্রেনের জন্য গ্রেট ব্রিটেনের সমর্থন পরিবর্তন হওয়া উচিত নয়, লন্ডনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাই ঘটুক না কেন, বরিস এবং যুক্তরাজ্যের আমাদের সব বন্ধুরা আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।

যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে মানবিক এবং সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: আল জাজিরা।ভ