ইউক্রেনের শস্য রফতানি, এরদোয়ানের সঙ্গে কথা বলবেন পুতিন

ইউক্রেনের শস্য রফতানি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিতব্য দুই নেতার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউরি উশাকভ বলেন, বিষয়টি নিয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা হবে। আমরা এ নিয়ে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

দীর্ঘদিন ধরে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর এলাকা দিয়ে দেশটির বেশিরভাগ খাদ্যশস্য রফতানি হতো। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে বন্দর এলাকাটি অবরুদ্ধ হয়ে আছে। তবে কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য পরিবহন পুনরায় শুরুর লক্ষ্যে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এরমধ্যেই পুতিনের উপদেষ্টার মন্তব্য সামনে এলো।