ফের শস্য রফতানির প্রস্তুতি ইউক্রেনের

কৃষ্ণসাগর উপকূলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও বন্দরটি থেকে শস্য রফতানির প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফেসবুকে দেওয়া পোস্টে ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, ‘আমরা আমাদের বন্দর থেকে কৃষিপণ্য রফতানি শুরুর জন্য প্রযুক্তিগত প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’

কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। তবে ওই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের দাবি, শনিবার ভোরে ইউক্রেনের বৃহত্তম এই সমুদ্রবন্দরে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ ও তুরস্কের শরণাপন্ন হয়েছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তিতে কৃষ্ণ সাগরের বন্দর থেকে শস্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের কথা বলা হয়েছে। মস্কোর উচিত সেই অঙ্গীকার পূরণ করা। জাতিসংঘ ও তুরস্ক যেন এই বিষয়টি নিশ্চিত করে।