৯২ ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন রাশিয়ার

ইউক্রেনের সামরিক বাহিনীর ৯২ জন সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে রাশিয়া। এ সংক্রান্ত রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন দেশটির সরকারি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন বলেন, এক হাজার ৩০০ টিরও বেশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ার ঐতিহাসিক মিত্র ইরান, সিরিয়া ও বলিভিয়ার মতো দেশগুলোর সমর্থিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালেরও প্রস্তাব করেন আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন।

তিনি জানান, ইতোমধ্যেই অভিযুক্ত ৯২ জন ছাড়াও ইউক্রেনীয় বাহিনীর ৫১ জন কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে খুঁজছে রাশিয়া।

কিয়েভের তরফে অবশ্য এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এ মাসের গোড়ার দিকে ইউক্রেন জানিয়েছে, ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর দ্বারা সংঘটিত ২১ হাজারেরও বেশি যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের ঘটনা যাচাই বাছাই করছে কিয়েভ।

গত মে মাসে একজন বেসামরিক নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার একজন ট্যাংক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন ইউক্রেনের একটি আদালত।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।