রুশ সেনারাও স্বীকার করছে ইউক্রেন জিতবে: জেলেনস্কি

পাঁচ মাস ধরে রাশিয়ার আক্রমণ মোকাবিলা করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুদের যতটা সম্ভব আঘাতের চেষ্টা অব্যাহত রাখবে ইউক্রেনীয় সেনারা। রবিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, এমনকি দখলদাররা স্বীকার করছে আমরা জিতবো। আমরা তাদের কথোপকথন সবসময় শুনছি। স্বজনদের ফোন করে তারা যা বলছে তা আমরা শুনছি।

গত মাসের প্রতিদিনের মতো আবারও জেলেনস্কি বলেছেন, ইউক্রেন হাল ছাড়ছে না। তিনি বলেন, শত্রুদের সম্ভাব্য সর্বোচ্চ ক্ষতি করতে আঘাত এবং ইউক্রেনের জন্য সম্ভাব্য সহযোগিতা সংগ্রহের জন্য আমরা সবকিছু করছি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামনে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ রয়েছে। ‘নৃশংস যুদ্ধের’ মধ্যে ছুটির দিন এগিয়ে আসছে।

তিনি বলেন, সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমরা উদযাপন করবো। কারণ, ইউক্রেনীয়রা মাথানত করে না।