রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটি বলছে, মস্কোর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে তারা। নিজেদের এমন দাবির পক্ষে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে কিয়েভ। রবিবার ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে ভিডিওটি প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক। 

ভিডিওটি প্রথম ইউক্রেনের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ডের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, রাশিয়ার এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের ব্যাটারি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘ফায়ারিং মিশন সম্পাদনের সময় আমাদের মিসাইল এবং আর্টিলারি ইউনিট জেলেনোট্রপিনস্কের কাছে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের একটি ব্যাটারি ধ্বংস করেছে।’

জেলেনোট্রপিনস্ক অঞ্চলটি ক্রিমিয়ান উপদ্বীপের ঠিক উত্তরে অবস্থিত। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে এই অঞ্চলটির দখল নেয়।

এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট ব্যবস্থার গোলাবারুদের একটি গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সোমবার খেমেলনিতস্কি অঞ্চলের বগডাদোভতসিতে এই গুদামটি ধ্বংস করা হয় বলে দাবি করেছে মস্কো।