আগের সব পরিকল্পনা ব্যর্থ, যুদ্ধের কৌশল বদলাতে পারেন পুতিন

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যুদ্ধের কৌশলে আবারও পরিবর্তন আনতে পারেন। এক প্রতিবেদনে এ খবর  জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিটেনের স্কাই নিউজ টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেস আরও বলেন, ইউক্রেনের অনেক জায়গায় এখন রাশিয়া ব্যর্থ। পুতিনের এ, বি এবং সি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সুতরাং এখন যুদ্ধক্ষেত্রে ‘ডি’ পরিকল্পনা প্রয়োগ করতে পারেন তিনি।

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসন পুনরুদ্ধারে চলতি সপ্তাহে পাল্টা আক্রমণে নেমেছে ইউক্রেনীয় যোদ্ধারা। ভারী কামান, প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে দক্ষ যোদ্ধাদের খেরসনে ঢুকতে দেখা গেছে।

এদিকে বৃহস্পতিবার কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ৬টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রাজধানীর উপকণ্ঠে লিউটিজ গ্রামে একটি সামরিক ইউনিটে এগুলো আঘাত হেনেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবার চেরনেহিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন জানিয়েছে, খেরসনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর প্রতিশোধ নিতেই এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।