ইউক্রেনের মাইকোলাইভ শহরে ব্যাপক গোলাবর্ষণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। শহরটিতে এখন পর্যন্ত রাশিয়ার চালানো সবচেয়ে শক্তিশালী হামলা বলে ধারণা করছেন মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ। রবিবার দিবাগত রাতে শহরের একটি হোটেল, স্পোর্ট কমপ্লেক্স ও স্কুলে হামলা হয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে এসেছে।

গত রাতের হামলা নিয়ে মস্কোর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্তবর্তী এলাকাগুলোয় হামলার গতি বাড়িয়েছে রুশ বাহিনী। কৃষ্ণ সাগরের কাছে হওয়ায় মাইকোলাইভ শহরটি ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

এদিকে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্ব ডনেস্ক অঞ্চলে এখনও যেসব বাসিন্দা রয়ে গেছেন তাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে দেওয়া ভাষণে রুশ সীমান্তবর্তী অঞ্চলটিতে তীব্র লড়াইয়ের আভাস দিয়ে সতর্ক করেছেন তিনি।  

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এখন যত বেশি মানুষ ডনেস্ক অঞ্চল ছেড়ে যেতে পারবেন, তত কম লোক হত্যা করার সময় পাবে রাশিয়ান সেনাবাহিনী’।