যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও রকেট লঞ্চার পেলো ইউক্রেন

যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও রকেট লঞ্চার সিস্টেম পেয়েছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কিয়েভকে মানসম্পন্ন এবং ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের অঙ্গীকারের অংশ হিসেবে এসব এগুলো সরবরাহ করা হয়েছে।

ওলেক্সি রেজনিকভ বলেন, সরবরাহকৃত সামগ্রীর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) রয়েছে। গত মাসেও হিমার্সের অন্তত একটি চালান পেয়েছিল কিয়েভ। এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে জেলেনস্কি প্রশাসন।

রুশ আগ্রাসন মোকাবিলায় দূরপাল্লার আর্টিলারি পাঠাতে এর আগে দফায় দফায় পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন।

রাশিয়ান সরবরাহ লাইন এবং অধিকৃত অঞ্চলে দেশটির গোলাবারুদের গুদামে হামলার জন্য পশ্চিমা সামরিক সহায়তা দরকার ছিল দেশটির। দফায় দফায় পশ্চিমা সামরিক সরঞ্জামের চালানও পেয়েছে কিয়েভ।

এছাড়া জার্মানির কাছ থেকে তিনটি এমএআরএস টু এমএলআরএস-ও পেয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এটি মূলত যুক্তরাষ্ট্রের নির্মিত এম২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের জার্মান সংস্করণ। গত ২৬ জুলাই জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখ্ট কিয়েভকে এটি সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।