রাশিয়াকে ‘নিশ্চিহ্ন’ করতে চায় পশ্চিমারা: মেদভেদেভ

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো রাশিয়াকে নিশ্চিহ্ন করতে চাইছে বলে অভিযোগ করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘনিষ্ঠজন।

রাশিয়ার রাষ্ট্রীয় তাজ নিউজ এজেন্সিকে মেদভেদেভ বলেন, লক্ষ্য একটাই তাদের, রাশিয়াকে শেষ করে দেওয়া।

ইউক্রেন ইস্যুতে পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে রাশিয়া। আমাদের লক্ষ্য সেখানে শান্তি ফিরিয়ে আনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো মস্কোর সম্পর্ক চরমে পৌঁছেছে। পুতিন, তার দুই কন্যা, দেশটির আর্থিক প্রতিষ্ঠান, সামরিকসহ বহু খাতে নিষেধাজ্ঞা আরোপ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া।

অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রতিহতে জেলেনস্কির সরকারকে বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমারা। 

সূত্র: আল জাজিরা