ক্রিমিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠলো রুশ সামরিক ঘাঁটি

ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটিতে সিরিজ বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনপন্থীরা এসব হামলা চালিয়ে থাকতে পারে। হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। রুশ দখলে থাকা অঞ্চলটিতে এই হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক ইঙ্গিত দিয়েছেন, রুশ বাহিনীর অযোগ্যতা বিস্ফোরণের সম্ভাব্য একটি কারণ হতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া পশ্চিম উপকূলে সাকি বিমানঘাঁটিতে মজুত করে রাখা গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে।

তবে বিস্ফোরণে কোনও বিমান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা হামলার কথা অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

ক্রিমিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, এক বেসামরিকের নিহত ও অপর আটজন আহত হয়েছে। ঘটনার চারপাশে পাঁচ কিলোমিটার এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হামলায় ইউক্রেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মিখাইলো পডোলিয়াক। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না। এতে আমাদের করার কী আছে? দখলদারিত্বে বসবাস করা মানুষরা বুঝতে পারছে দখলদারদের দিন শেষ হয়ে আসছে।

মঙ্গলবারের ভিডিও বার্তায় জেলেনস্কি সরাসরি বিস্ফোরণের কথা উল্লেখ করেননি। কিন্তু তিনি বলেছেন, মানুষ যে ক্রিমিয়াতে মনোযোগ দিচ্ছে তা সঠিক।