জরুরি ওষুধ প্রবেশ আটকে দিচ্ছে রাশিয়া: ইউক্রেন

দখলকৃত অঞ্চলগুলোয় রুশ বাহিনী জরুরি ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ এনেছে ইউক্রেন। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে রুশ বাহিনী যে অঞ্চলগুলো দখল করেছে সেখানে ওষুধ প্রবেশে আটকে দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে মস্কো। শনিবার (১৩ আগস্ট) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রাজধানী কিয়েভে বার্তাসংস্থা এপিকে সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী ভিক্টোর লিয়াশস্কো বলেন, দখলকৃত শহর এবং গ্রামের মানুষকে রাষ্ট্রীয় ওষুধ সরবরাহের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে রুশ কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, যুদ্ধ ছয় মাস চলছে। রাশিয়া যুদ্ধের মানবিক করিডোরের অনুমতি দেয়নি। কারণ আমরা যেন রোগীদের জন্য ওষুধ সরবরাহ করতে না পারি।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রীর এমন অভিযোগ নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্যমতে, আগস্টের ১১ তারিখ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে ৪৪৫ বার আঘাত হেনেছে। এতে ৮৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।