পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রুশ সেনাদের সতর্ক করলেন জেলেনস্কি

রুশ সেনাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের অবরুদ্ধ জাপোরোঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যারা গুলি চালাবে তারা বিশেষ টার্গেটে পরিণত হবে।

শনিবার দিবাগত রাতে ভিডিও বার্তায় ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে কথা বলেন জেলেনস্কি। প্ল্যান্টিকে রুশ সেনারা নিজেদের ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ আনেন তিনি। এটিকে ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ বলে অবিহিত করেছেন।  

গুরুত্বপূর্ণ কেন্দ্রটি দখল নিতে গত মার্চ থেকে ইউক্রেনের যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনারা। চলতি সপ্তাহের শুরুতে জাপোরোঝিয়ার প্ল্যান্টে তাদের বিরুদ্ধে আর্টিলারি হামলা চালানোর অভিযোগ আনে ইউক্রেন। তবে রাশিয়াও ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ করে।

প্ল্যান্টি রুশ বাহিনীর দখলে চলে গেলে এটি পুরো ইউরোপের জন্য হুমকি বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিয়ন্ত্রণে রাখা নিয়ে লড়াইয়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সূত্র: বিবিসি