আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৬২ জন। মঙ্গলবার দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফে নিহতের এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি মার্কেটের আতশবাজির গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কিছু অংশ ধসে পড়ে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের আশঙ্কা নাকচ করে দিয়েছে।

জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আরমেন পাম্বুখচিয়ান বলেছেন, বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ দেখলে এটা স্পষ্ট যে, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নেই। কারণ প্রথমে আগুন, ধোঁয়া উঠে এবং তারপর বিস্ফোরণ ঘটে।