গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুরস্কের

গ্রিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো তুরস্ক। এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করলে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ‘রাডার লক’ করে গ্রিস। এ ঘটনায় হয়রানির অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা। রবিবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৩ আগস্ট গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ তুর্কি যুদ্ধবিমানগুলোকে মিসাইল হামলার জন্য লক করেছিল।  যখন লক করা হয় তখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উপরে ছিল বিমানগুলো।

দেশটির দাবি, তার প্রতিবেশী ও সহকর্মী ন্যাটো সদস্য গ্রিসের পূর্ব ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরের উপরে তার বিমানকে লক্ষ্যবস্তু করছে। গ্রিসের এই ধরনের উসকানি সত্ত্বেও যুদ্ধ বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। এ ঘটনাকে ন্যাটোর নীতিমালা লঙ্ঘন হিসেবে দেখছে তুরস্ক।

এমন ঘটনায় ন্যাটোর দুই সদস্য দেশের মধ্যে নতুন করে উত্তেজনা লক্ষ্য করা গেছে। ন্যাটোর কাছে গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে আঙ্কারা। এমনকি গ্রিসের মিলিটারি অ্যাটাশেকে তলব করে।

তবে আঙ্কারার অভিযোগকে অস্বীকার করেছে গ্রিস প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গ্রিসের এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম কখনও তুর্কি এফ-১৬ বিমানকে টার্গেট অথবা হয়রানি করেনি।