রুশ তেলের মূল্য বেঁধে দিতে সম্মত জি-৭

রাশিয়ার কাছ থেকে আমদানি করা তেলের মূল্য বেঁধে দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। রাশিয়ার জন্য ইউক্রেনে যুদ্ধে ব্যয় নির্বাহ কঠিন করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জোটের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা জানান, অপরিশোধিত ও পেট্রোলজাত পণ্যের মূল্য বেঁধে দেওয়ার ফলে বৈশ্বিক জ্বালানির মূল্যও কমবে।

জি-৭ বলেছে, যতদিন প্রয়োজন ততদিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব।

রাশিয়া বলেছে, যেসব দেশ মূল্য বেঁধে দেবে সেগুলোর কাছে তেল বিক্রি করবে না তারা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেসব মূল্য বেঁধে দেবে রুশ তেল গ্রহণকারী দেশের তালিকায় সেগুলো থাকবে না।

জি-৭ জোটে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। এই দেশগুলো বিশ্বের বৃহত্তম ও উন্নত সাতটি দেশ। বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার নেতৃত্বে রয়েছে তারা।

ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রীরা বলেছেন, রুশ তেলের মূল্য বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে নির্দিষ্টভাবে রাশিয়ার আয় কমানো এবং আগ্রাসী যুদ্ধের সামর্থ কমিয়ে আনতে।

মন্ত্রীরা আরও বলেছেন, সংঘাতের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে প্রভাব কমিয়ে আনতে চান তারা।

রুশ তেলের মূল্য বেঁধে দেওয়ার অর্থ হলো, যেসব দেশ এই নীতি মানবে তারা রাশিয়ার কাছ থেকে তেল ও পেট্রোলজাত পণ্য সাগর পথে আমদানি করতে পারবে কেবল ওই বেঁধে দেওয়া মূল্য অথবা এরচেয়ে কম দামে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বে তেলের দাম বেড়েছে এবং তা এখনও চড়া রয়েছে। এর ফলে দেশটির রফতানির পরিমাণ কমলেও জীবাশ্ম জ্বালানি থেকে আয় বেড়েছে।