আরও বসতি মুক্ত করা অব্যাহত রয়েছে: ইউক্রেন

রুশ দখলদারিত্ব থেকে আরও বসতি মুক্ত করা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনীয় বাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘খারকিভ ও ডনেস্ক অঞ্চলে রুশ হানাদারদের কাছ থেকে জনবসতি মুক্ত করা অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, শুধু গত দিনই ২০টিরও বেশি বসতি থেকে রুশ বাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে রুশ দখলদারিত্ব থেকে তিন হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধারে সমর্থ হয় ইউক্রেনীয় সেনারা। সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলোতে ইতোমধ্যেই ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।

ইউক্রেনীয় বাহিনী বলছে, লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী এবং তাদের পরিবারগুলো সোয়াতোভ শহর ছেড়ে চলে গেছে।

সোমবার পৃথক বিবৃতিতে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে বলেছেন, ‘শত্রু সরিয়ে দিতে কোনও ব্যবস্থা নিত হয়নি। প্রত্যেকেই তাদের নিজের মতো করে পালিয়ে গেছে।’