সীমান্ত বন্ধের বিষয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

সীমান্ত বন্ধের বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, সীমান্ত বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে যুদ্ধের জন্য গত সপ্তাহে সেনা সমাবেশের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ওই ঘোষণার পর যুদ্ধে অংশগ্রহণ এড়াতে দলে দলে মানুষ রাশিয়া ছাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে লোকজনের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত বন্ধের গুঞ্জন তৈরি হয়। এরপরই বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করে পুতিন প্রশাসন।

এদিকে রুশ বাহিনীর রিজার্ভ সেনাদের তলবের প্রতিবাদ করায় এরইমধ্যে দেশটিতে সহস্রাধিক মানুষকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

সেনাসমাবেশের বিরোধিতা করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন তিন লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ। এতে বলা হয়েছে, ‘বর্তমান অনিশ্চয়তার মুখে আমরা আমাদের দেশের পুরুষদের - ভাই, ছেলে, স্বামী, পিতা, দাদা, নানাকে নৈতিক বা শারীরিক বিপদে ফেলতে প্রস্তুত নই।’