ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা জার্মানির

আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। শনিবার ওডেসায় এক অঘোষিত সফরে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, ড্রোন হামলা প্রতিরোধে সহায়তার জন্য ইউক্রেনকে চারটি উন্নত আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি। এর মধ্যে প্রথমটি আগামী কয়েক দিনের মধ্যেই দেওয়া হবে।

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় বিমান হামলার সাইরেনের মধ্যেই একটি ভূগর্ভস্থ বাঙ্কারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে বৈঠকে মিলিত হন ক্রিস্টিন ল্যামব্রেখট। পরে এআরডি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা খুব আধুনিক আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবো। বিশেষ করে ড্রোন প্রতিরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে ইউক্রেনে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহতের পাশাপাশি দেশটির অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর মধ্যেই শনিবার দেশটিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।