২৪ ঘণ্টায় রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। শুক্রবার দেশটির সেনাবাহিনী এই দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ভূপাতিত বেশিরভাগ ড্রোন ইরান নির্মিত শাহেদ-১৩৬ মডেলের। এগুলোতে বিস্ফোরক ছিল। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এগুলো বিস্ফোরিত হয়।

দেশটির সেনাবাহিনী আরও দাবি করেছে, পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে রুশ সেনাবাহিনীতে ৫০০ সাবেক অপরাধীকে নিয়োগ দেওয়া হয়েছে।

ডনেস্ককে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে। ইউক্রেন রাশিয়ার দখলকৃত এই ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে।

 ওয়াশিংটনভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার্স বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইরান নির্মিত স্বল্প মূল্যের ড্রোন ইউক্রেনে মোতায়েন বাড়িয়েছে।

অবশ্য আনুষ্ঠানিকভাবে তেহরান ও মস্কো ইউক্রেনে এই ড্রোন মোতায়েনের কথা স্বীকার করেনি। চলমান যুদ্ধে এসব ড্রোন ব্যবহারের ফলে রাশিয়া খুব বেশি সুবিধা করতে পারেনি।