যতদিন ক্ষমতায় আছি সুদের হার কমানো অব্যাহত থাকবে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন দেশটিতে সুদের হার কমানো অব্যাহত থাকবে। শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে এক সমাবেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এরদোয়ান বলেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে তার নীতিগত সুদের হার কমানো অব্যাহত রাখবে।

ইতোমধ্যেই গত দুই মাসে দুই বার সুদের হার কমিয়েছে এরদোয়ান সরকার। এর মধ্যেই শনিবার এই প্রবণতা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।

বালিকেসিরে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘যতদিন আপনাদের এই ভাই এই অবস্থানে থাকবে ততদিন প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাসে সুদ কমতে থাকবে।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বর থেকে তুরস্কে মুদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা তৈরি হয়েছে। এরদোয়ানের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পর তুরস্কের মুদ্রা লিরার দরপতন হয়েছে।