রুশ সেনাবাহিনীর অস্ত্র আধুনিকায়নের আহ্বান পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের আধুনিকায়ন করা উচিত। বুধবার তিনি নিজের সমন্বয় পরিষদের এক বৈঠকে একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন বলেন, অবশ্যই ক্রমাগত ও ধারাবাহিকভাবে অস্ত্রের উন্নতি করতে হবে, কার্যকর থাকতে হবে।

তিনি বলেন, এটি নিশ্চিত করার জন্য উৎপাদনকারী ও বিকাশকারীদের মধ্যে সক্রিয় প্রতিযোগিতা থাকা গুরুত্বপূর্ণ।

ইউক্রেনে চলমান যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ব্যাপক সরঞ্জামগত ক্ষতির কারণে পুরনো সামরিক যান নিয়ে লড়াই করতে বাধ্য হচ্ছে ইউক্রেনে মোতায়েনকৃত রুশ সেনারা। বেলারুশের মজুত থেকে অন্তত ১০০টি ট্যাংক ও লড়াইয়ের সামরিক যান সংগ্রহ করতে বাধ্য হয়েছে তারা।

এছাড়া আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর রুশ সেনারা অভিযোগ করেছেন তাদের উপযুক্ত ও পর্যাপ্ত বা কোনও সামরিক সরঞ্জাম দেওয়া হচ্ছে ন। অনেকে নিজেদের থার্মাল অন্তর্বাস ও বডি আর্মর নিজের টাকা দিয়ে কিনছেন।

বৃহস্পতিবার একটি ওপেন-সোর্স সংবাদমাধ্যম ওরিক্স উল্লেখ করেছে, ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া ১ হাজার ৪২০টি ট্যাংক, ৬৮৪টি সাঁজোয়া যান ধ্বংস, ক্ষতিগ্রস্ত ও আটক হয়েছে।