পুতিন থাকলে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন না জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাজির হলে তিনি তাতে অংশগ্রহণ করবেন না। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

জি-২০ সম্মেলনে হাজির হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি পুতিন।

কিয়েভে গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেল্লারোপৌলৌকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যদি জি-২০ সম্মেলনে হাজির হন তাহলে ইউক্রেন তাতে অংশগ্রহণ করবে না।

জেলেনস্কি টুইটারে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে তিনি ফোনালাপ করেছেন। এতে জি-২০ সম্মেলন অংশগ্রহণসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

জেলেনস্কি টুইটারে লিখেছেন, ইন্দোনেশীয় প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হলো। শস্য উদ্যোগ জারি রাখার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। বৈশ্বিক খাদ্য নিরাপত্তার নিশ্চয়তাদানকারী হিসেবে ভূমিকা রাখতে ইউক্রেন প্রস্তুত। জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।