রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য তুরস্কে সিআইএ প্রধান?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র প্রধান উইলিয়াম বার্নস তুরস্ক সফরে গেছেন বলে খবর পাওয়া গেছে। সূত্র বলছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্যই তার এই সফর। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাত দিয়ে বেশকিছু প্রতিবেদনে বলা হয়েছে, নিজের রুশ সমকক্ষের সঙ্গে বৈঠক এবং ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সতর্ক করতেই এই সফরে গেছেন সিআইএ পরিচালক।

এক সময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সিআইএর বর্তমান প্রধান উইলিয়াম বার্নস।

রয়টার্সের সঙ্গে আলাপকালে বার্নসের তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তিনি জানান, এ বিষয়ে ওয়াশিংটনের তরফে ইউক্রেনকে আগাম অবহিত করা হয়েছিল।

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে উইলিয়াম বার্নসের আলোচনার বিষয়ে অবশ্য বিস্তারিত জানা যায়নি। তাদের আলোচনা ইতোমধ্যেই শেষ হয়েছে কিনা, সেটিও স্পষ্ট নয়।

আনাদোলু এজেন্সির খবরে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা তত্ত্বাবধানে দুই গোয়েন্দা প্রধানের বৈঠক আয়োজনের কথা জানানো হয়েছে।