রাশিয়ার ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ থামানোর আহ্বান জেলেনস্কির

রাশিয়ার ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ থামানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনে দেওয়া ভিডিও ভাষণে এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের সময় এসেছে। এতে করে হাজারো মানুষের জীবন বাঁচবে।

তিনি বলেন, পারমাণবিক ব্ল্যাকমেইলের জন্য কোনও অজুহাত থাকতে পারে না।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো নেতাদের সম্বোধন করেন জেলেনস্কি।

এর আগে সম্মেলনের সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিদ্যমান ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কেননা, এই সংঘাত ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে তোলার পাশাপাশি দুনিয়াজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। এবারের জি-২০ সম্মেলনে বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।