বিক্ষোভ দমন: ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা

শান্তিপূর্ণ বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগে ইরানের ২৯টি ব্যক্তি ও ৩টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ইউরোপের ২৭টির দেশের জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল বলেন, ইরানি জনগণের পাশে আছি আমরা। আমরা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও তাদের দাবি এবং দৃষ্টিভঙ্গিকে সমর্থন করি।

১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের কাস্টডিতে মাহশা আমিনি নামের তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর বৃহত্তম বিক্ষোভের একটিতে এটি পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থার মতে, চলমান বিক্ষোভে আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে নিহতের সংখ্যা ৩৪১ জন এবং আটক হয়েছেন ১৫ হাজার ৮০০ জনের বেশি।

ইইউ আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আমিনিকে গ্রেফতার করা স্কোয়াডের চার সদস্যের ভ্রমণের অনুমতি বাতিল এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর উচ্চ পর্যায়ের সদস্য ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি।

এর আগে অক্টোবরে ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। ওই সময় ১৫জন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।