রাশিয়াকে খাটো করে দেখা যাবে না: ন্যাটো মহাসচিব

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যের পরও রাশিয়ার শক্তিকে খাটো করে দেখা যাবে না। মঙ্গলবার নেদারল্যান্ডসে ডাচ কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটি ছিল তৃতীয় বড় পিছু হটার ঘটনা।

ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়াকে খাটো করে দেখার ভুল আমরা করতে পারি না। রুশ সেনাবাহিনীর এখনও বড় ধরনের সামর্থ্য রয়েছে, তাদের সেনা সংখ্যাও অনেক।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, আগামী মাসগুলো হবে কঠিন। পুতিনের লক্ষ্য হলো ইউক্রেনকে হিমশীতল ও শীতে অন্ধকারে রাখা। ফলে আমাদেরকে অবশ্যই পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনে কথা প্রতিধ্বনি করে স্টোলটেনবার্গ বলেছেন, চলমান যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে কবে ও কীভাবে আলোচনায় বসতে চায় কিয়েভ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউক্রেন। তিনি বলেন, প্রাণহানি ও দেশের ক্ষয়ক্ষতির নিরিখে ইউক্রেন সর্বোচ্চ মূল্য দিচ্ছে। ফলে এটি তাদের সিদ্ধান্ত কোন শর্তগুলো তাদের কাছে গ্রহণযোগ্য।

ন্যাটো মহাসচিব বলেন, আলোচনার টেবিলে যা ঘটে সেটির সঙ্গে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যোগসূত্র রয়েছে। ফলে ইউক্রেনকে সহযোগিতা এবং তাদের হাত শক্তিশালী করছি যাতে করে এক পর্যায়ে তারা আলোচনার টেবিলে একটি সার্বভৌম ইউরোপীয় দেশ হিসেবে নিজেদের তুলে ধরতে পারে।