জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দুই নেতার বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন। তবে তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কৃষ্ণ সাগর উপকূলের বন্দর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানিতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটির মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ওই চুক্তির ফলে কিয়েভের খাদ্যশস্য রফতানির পথ সহজ হয়। একইসঙ্গে এটি বিশ্বব্যাপী খাবারের দাম কমাতে সাহায্য করে।

মস্কোর তরফে অবশ্য এখনও পর্যন্ত জাতিসংঘ ও তুরস্ক সমর্থিত ওই চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়নি।