পোল্যান্ডের সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী?

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। প্রাথমিকভাবে এ ঘটনায় অভিযোগের আঙ্গুল রাশিয়ার দিকে উঠলেও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে ইউক্রেন থেকে। একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পাল্টা ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতিপ্রাপ্ত না হওয়ায় ওই কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রাথমিক তথ্য বলছে পোল্যান্ডের বিস্ফোরণটি রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে নাও হতে পারে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পূর্ণাঙ্গ তদন্ত পর্যন্ত অপেক্ষার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো কোনও পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তদন্ত করবে।