জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণ

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইএইএ-র এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এবং সাইটে উভয় স্থানেই নতুন করে গোলাবর্ষণ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রবিবার সকালে অল্প সময়ের মধ্যে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রবিবারের এই বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। এমন ঘটনা ‘অত্যন্ত বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন আইএইএ-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি বলেন, ‘গতকাল এবং আজ সকালে আমাদের টিমের কাছ থেকে খবর অত্যন্ত বিরক্তিকর। এর নেপথ্যে যারাই থাকুক, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমি আগেও অনেক বার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’