জাপোরিজ্জিয়াতে পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করলো রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম সোমবার ইউক্রেনের জাপোরিজ্জিয়াতে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করেছে। চলতি সপ্তাহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের পর এই সতর্কতার কথা জানালো সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্চে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়া। এরপর থেকে ইউক্রেন ও রুশ সেনারা একে অপরের বিরুদ্ধে সেখানে গোলাবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। রবিবার নতুন করে গোলাবর্ষণের পর কেন্দ্রটিতে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে।

রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ বলেছেন, পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। সারারাত ধরে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর আলোচনা করেছি।

অক্টোবরে জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র দখলের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করছে রোসাটম। সেখানে কর্মরত ইউক্রেনীয় কর্মীদের রুশ নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। কিয়েভ দাবি করেছে, এই স্থানান্তর চুরির পর্যায়ে পড়ে।

বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছে আইএইএ। লিখাচেভ মনে করেন, এমন কিছু কেবল তখন সম্ভব যদি যুক্তরাষ্ট্র অনুমোদন দেয়।

তিনি বলেন, আমার মনে হয় ওয়াশিংটন ও জাপোরিজ্জিয়ার দূরত্ব নিরাপত্তা অঞ্চল যুক্তরাষ্ট্রের বিলম্বিত সিদ্ধান্তের কারণ হতে পারে না।

রোসাটম প্রধান বলেছেন, দৃশ্যত মনে হচ্ছে কিয়েভ ছোট আকারের পারমাণবিক দুর্ঘটনা মেনে নিতে রাজি আছে। এমন কিছু হলে ইতিহাসের ধারা পাল্টে যাবে। ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সম্ভাব্য সব কিছু করা প্রয়োজন।