ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানালো রাশিয়া

ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ৯ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে কিয়েভ। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনা প্রক্রিয়ার ফলস্বরূপ ২৬ নভেম্বর বন্দিদশায় মৃত্যু ঝুঁকিতে থাকা ৯ জন রুশ সেনাসদস্যকে কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে।’

এর আগে গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে প্রায় ৩০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা। ওই সময় রাশিয়া ২১৫ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দেয়। এর মধ্যে পাঁচ জন কমান্ডারও ছিলেন।

বিনিময়ে ৫৫ জন রুশ নাগরিক এবং মস্কোপন্থী ইউক্রেনীয় ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠায় কিয়েভ। মেদভেদচুক একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন। বন্দি বিনিময়ের ওই চুক্তিতে সহায়তা করে সৌদি আরব ও তুরস্ক। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দফায় ১০ জন বিদেশি বন্দিও মুক্তি পেয়েছে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে শস্য চুক্তি এবং বন্দি বিনিময়ের ইতিবাচক অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, আলোচনার পথ, বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এমন বোঝাপড়ার মাত্রা বাড়ানো সবার জন্যই লাভজনক হবে।