বিশ্বকাপে হারের পর বেলজিয়ামে দাঙ্গা, আটক ডজনখানেক

কাতারে বিশ্বকাপ ফুটবলের রবিবারের ম্যাচে গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়ামকে ২–০ গোলে হারিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ম্যাচ শেষ হতেই উত্তাপ ছড়ায় বেলজিয়ামের রাস্তায়। রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা। রাজধানী ব্রাসেলসে ইট ছুড়ে গাড়ি ভাঙচুর, এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এক পর্যায়ে দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। আটক করা হয় ডজনখানেক ব্যক্তিকে।

রাস্তায় নেমে আসা বিক্ষুব্ধ সমর্থকদের অনেকের হাতেই লাঠিসোঁটা ছিল বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি। খোদ রাজধানী ব্রাসেলসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কাঁদানে গ্যাসের শেলও ব্যবহার করা হয়।Belgium-Morocco World Cup 2022 match triggers riots in Brussels, dozen people detained Reuters 02

সহিংসতার ঘটনায় ডজনখানেক ব্যক্তিকে আটক এবং একজনকে গ্রেফতার করা হয়। কিছু এলাকার যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থল এলাকায় শখানেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি তাদের এখন নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে শান্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সেক্টরগুলোতে প্রতিরোধমূলক টহল অব্যাহত রয়েছে।’Belgium-Morocco World Cup 2022 match triggers riots in Brussels, dozen people detained Reuters 04

উদ্ভূত পরিস্থিতিতে লোকজনকে রাজধানীর সিটি সেন্টার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: আল জাজিরা, রয়টার্স।