চেক প্রজাতন্ত্রে প্রশিক্ষণ দেওয়া হবে ইউক্রেনীয় সেনাদের

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র তার নিজস্ব ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে। এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পাওয়া বিলটিতে চেক সশস্ত্র বাহিনীর লিবাভা ট্রেনিং গ্রাউন্ডে চার হাজার পর্যন্ত ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে।

আগামী বছর থেকে পাঁচটি ব্যাচে চার সপ্তাহের এই কোর্স শুরু হবে। প্রতি ব্যাচে ৮০০ জন ইউক্রেনীয় সেনাসদস্য অংশগ্রহণের সুযোগ পাবেন।

এদিকে ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপকে নিজের প্রতিরক্ষা সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সানা মারিন। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা শক্তিশালী। আমি নির্মম সত্য বলতে চাই, ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা বিপদে পড়বো।