রাশিয়ার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: জেলেনস্কি

রুশ বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রাশিয়ার উৎক্ষেপণ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রয়টার্স জানিয়েছে, সোমবারের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। এছাড়া বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশজুড়ে সিরিজ হামলার পর প্রাথমিকভাবে বিশেষ করে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কার কথা জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। পরে অবশ্য দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল জানান, রুশ বাহিনী তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় আঘাত হানলেও দেশব্যাপী বিদ্যুৎ ব্যবস্থা অক্ষত রয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ডেনিস শমিহাল বলেন, ‘ইউক্রেনকে অন্ধকার ও ঠাণ্ডায় নিমজ্জিত করতে সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়া তার অপরাধমূলক পরিকল্পনা আবারও বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে। আরও একবার শত্রুর পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ায় বীরোচিত সশস্ত্র বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ।’