নরওয়েতে আশ্রয় চাইছেন ওয়াগনার গ্রুপের সাবেক কমান্ডার

নরওয়েতে আশ্রয় চাইছেন রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের সাবেক এক কমান্ডার। নরওয়ে কর্তৃপক্ষ বলছে, এই যোদ্ধা দাবি করেছেন তিনি জুলাই মাসে ওয়াগনার গ্রুপ থেকে পালিয়েছেন। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ও সাবেক কমান্ডার আন্দ্রেই মেদভেদেভের আইনজীবী সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই যোদ্ধা নরওয়েতে সুরক্ষা চাইছেন। দেশটির সঙ্গে রাশিয়ার ৯৬ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে।

মেদভেদেভ একজন এতিম। তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ওয়াগনার গ্রুপে যুক্ত হওয়ার আগে তিনি কারাগারে ছিলেন। তার দাবি, বাহিনী ছাড়তে ইচ্ছুকদের হত্যা করা প্রত্যক্ষ করার পর তিনি পালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাকে পালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে একটি রুশ মানবাধিকার সংস্থা। তারা মেদভেদেভের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে তিনি বলেছেন, যন্ত্রণায় মরতে আমি ভয় পাচ্ছি।

বৃহস্পতিবার রাশিয়া থেকে নরওয়েতে মেদভেদেভের প্রবেশের বিষয়টি নরওয়েজিয়ান পুলিশকে অবহিত করা হয়। এ সময় বিদেশি হিসেবে উল্লেখ করে তাকে সীমান্ত রক্ষীরা আটক করে।

সেপ্টেম্বরে ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছিলেন, রাশিয়ার কারাগারে থাকা বন্দিদের ইউক্রেনে লড়াইয়ের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু তারা যোগদানের পর লড়াই করতে অস্বীকৃতি জানালে তাদের দলত্যাগী হিসেবে বিবেচনা এবং গুলি করে হত্যা করা হবে।