রুশ আগ্রাসন ইউক্রেনের দাবিকে বৈধতা দিয়েছে: কিসিঞ্জার

ইউক্রেনে রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে যে, কিয়েভকে আর ন্যাটো থেকে দূরে রাখার কোনও সুযোগ নেই। এই যুদ্ধ ন্যাটোর সদস্যপদ অর্জনে দেশটির প্রচেষ্টাকে বৈধতা দিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দীর্ঘদিন ধরে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছিলেন ৯৯ বছরের এই প্রবীণ রাজনীতিক। যুদ্ধ শুরুর পর মে মাসে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মত দেন, অধিকৃত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে রাখার। রাশিয়াকে কিছু সুবিধা দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে দেশটির সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন তিনি। ওই মন্তব্যের জন্য তাকে একহাত নিয়েছিল কিয়েভ। তবে এবার দাভোসে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের যৌক্তিকতা তুলে ধরেন তিনি। বলেন, এটি হবে আগ্রাসনের উপযুক্ত ফলাফল।

হেনরি কিসিঞ্জার বলেন, ‘এই যুদ্ধের আগে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদের বিরোধিতা করেছিলাম। কারণ আমার আশঙ্কা ছিল, এতে ঠিক সেই প্রক্রিয়াটি শুরু হবে, যা আমরা এখন দেখেছি। এই পরিস্থিতিতে একটি নিরপেক্ষ ইউক্রেনের ধারণা আর অর্থবহ নয়।’