জেলেনস্কিকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এক সাক্ষাৎকারে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না। গত বছর ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর বেনেতের মস্কো সফরে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সাংবাদিক হানোচ দাউমের সঙ্গে পডকাস্টে বেনেত বলেছেন, জেলেনস্কির জীবন যে শঙ্কার মধ্যে নেই, এই বিষয়ে পুতিনের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছিলেন। যুদ্ধের শুরুর দিকে গত বছর মার্চ মাসে মধ্যস্থতা করতে মস্কোতে এক গোপন সফরে এই আশ্বাস দিয়েছিলেন পুতিন।

নাফতালি বেনেত বলেছেন, আমি পুতিনকে জিজ্ঞেস করি, আপনি কি জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন? জবাবে তিনি বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করব না।

বেনেত বলেন, এরপর আমি তাকে জিজ্ঞেস করি, আমি বুঝতে চাইছি যে, আমাকে কথা দিচ্ছেন আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না। তখন পুতিন বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করতে চাই না।

বেনেত জানান, এরপর তিনি মস্কো বিমানবন্দর যাওয়ার পথে ইউক্রেনীয় নেতাকে ফোন করেন। তখন জেলেনস্কি জানতে চান, আপনি কি নিশ্চিত? আমি বলি, হ্যাঁ, শতভাগ নিশ্চিত। তিনি আপনাকে হত্যা করবেন না।

গত সপ্তাহে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পুতিন তাকে ফোনালাপে ব্রিটেনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন। ক্রেমলিন বলেছে, জনসন মিথ্যা বলছেন। জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ বলেছেন, পুতিন তাকে বা জার্মানিকে কোনও হুমকি দেননি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, তার মধ্যস্থতার চেষ্টার সময় জেলেনস্কি রাজি হয়েছিলেন ইউক্রেন ন্যাটোতে যোগদান করবে না এবং পুতিন রাজি হয়েছিলেন ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্য করে রাশিয়া পিছু হটবে। আমি যা করেছি তা যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করেই করে।

শেষ পর্যন্ত ইসরায়েলি নেতার মধ্যস্থতার চেষ্টা ইউক্রেনে রক্তপাত থামাতে খুব একটা ভূমিকা রাখতে পারেনি। গত বছর ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের এক বছর পূর্তি হতে যাচ্ছে। বেনেত এখন আর ক্ষমতায়নেই। গত বছর নভেম্বরের নির্বাচনের আগে নিজেকে রাজনীতি থেকে সরে নেন তিনি। তবে বেনেতের এই মন্তব্য যুদ্ধের শুরুর দিকে ব্যাকচ্যানেলে উত্তেজনা নিরসনের প্রচেষ্টা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।