ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহতের সংখ্যা ১২০০ ছাড়ালো

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সমন্বিত নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, শুধু তুরস্কে নিহতের সংখ্যা ৯১২। আর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ৩২০ জনের বেশি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল। প্রচণ্ড কম্পনে ঘুম ভেঙে যায় তুর্কিদের। ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও। তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি বাড়ছে হু হু করে। 

এরদোয়ান বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা ৯১২ এবং আহতের সংখ্যা ৫ হাজার ৩৮৩।

তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে কত হতে পারে তা সম্পর্কে কোনও ধারণাই করতে পারছে না কর্তৃপক্ষ। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫টি দেশ তুরস্ককে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৩২০ জন ছাড়িয়ে গেছে। দেশটিতে আহত হয়েছেন সহস্রাধিক।

ত্রাণ সংস্থা হোয়াইট হেলমেটস ১৪৭ জন নিহত ও ৩৪০ জনের বেশি আহতের কথা জানিয়েছে। সিরিয়ায় সক্রিয় সংস্থাটির পরিসংখ্যান সম্ভবত রাষ্ট্রীয় সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে।