সিরিয়া ও তুরস্ককে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্ককে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে দুই দেশে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়া ও তুরস্ক উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতা করেছেন পুতিন। সিরিয়ায় আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা করছে তুরস্ক। ন্যাটো সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠতা রয়েছে। ইউক্রেনে রুশ আক্রমণের পর এরদোয়ান মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

এরদোয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলেছেন, আপনার দেশে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। এই বিষয়ে যে কোনও সহযোগিতা প্রদানে আমরা প্রস্তুত।

সিরীয় প্রেসিডেন্ট আসাদকেও প্রায় একই ধরনের বার্তা পাঠিয়েছেন পুতিন। তিনি বলেছেন, যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের দুঃখ ও বেদনা রাশিয়া অনুভব করছে। সহযোগিতা প্রদানে রাশিয়া প্রস্তুত।

রাশিয়া জানিয়েছে, উদ্ধার কাজে সহযোগিতার জন্য দুটি ইলিউশিন-৭৬ উড়োজাহাজ তুরস্কের উদ্দেশে উড়ার জন্য তৈরি আছে। রুশ জরুরি মন্ত্রী বলেছেন, ১০০ উদ্ধারকর্মীকে সতর্ক রাখা হয়েছে।

সিরিয়ার তারতুস উপকূলে রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে। তারতুসের উত্তরে একটি বিমানঘাঁটিও পরিচালনা করে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভূমিকম্পে সিরিয়ার তাদের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। পৃথকভাবে রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোজাটম বলেছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে আক্কুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনও ক্ষতি হয়নি ভূমিকম্পে।