‘মিশন কমপ্লিটেড, যুদ্ধবিমান ইউক্রেনের পথে’

যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো রুশবিরোধী লড়াইয়ের জন্য যুদ্ধবিমান পাঠাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। যদিও পশ্চিমা নেতাদের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে তারা ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করবে না।

রবিবার এক সংবাদ সম্মেলনে রেজনিকভ বলেছেন, আগামী সপ্তাহগুলোতে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করতে পারে। কিন্তু এমন আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম রয়েছে।

তিনি বলেছেন, পশ্চিমা ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এসে না পৌঁছালেও ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ অভিযান ঠেকিয়ে দিতে পারবে।

রেজনিকভের প্রত্যাশা, যুদ্ধবিমানও আসবে। প্রশ্ন হচ্ছে কোনও ধরনের আসবে। ধরে নিন এই মিশন ইতোমধ্যে সফল।

এখন পর্যন্ত বাল্টিক দেশ ও পোল্যান্ড পশ্চিমা যুদ্ধবিমান সরবরাহে সম্মতির কথা জানিয়েছে। তবে বেশ কয়েকজন পশ্চিমা নেতা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিমান সরবরাহ করা হলে ক্রেমলিন ক্ষুব্ধ এবং সংঘাতের আরও গভীরে নিজেদের জড়িয়ে ফেলা হবে। কিয়েভ বলছে, রাশিয়ার বিমানবাহিনীর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে যুদ্ধবিমান আবশ্যক।

রেজনিকভ বলছেন, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের বর্ষপূর্তিতে নতুন আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। ওই সময় সব পশ্চিমা অস্ত্র এসে পৌঁছাবে না। কিন্তু রুশ হামলা মোকাবিলার জন্য আমাদের সরঞ্জাম ও সেনা রয়েছে।

সূত্র: আল জাজিরা