ইউক্রেনে যুদ্ধের দায় জেলেনস্কির, ইতালির সাবেক প্রধানমন্ত্রী

ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। রবিবার তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোটকে সমর্থন করছে বারলুসকোনির দল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরনো বন্ধু ও মিত্র বলে তিনি পরিচিত।

বারলুসকোনি বলেছেন, ডনবাসে আক্রমণ যদি জেলেনস্কি বন্ধ করতেন তাহলে ইউক্রেনে যুদ্ধ কখনও হতো না।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, জেলেনস্কির আচরণকে তিনি খুব নেতিবাচক হিসেবে দেখেন।

বারলুসকোনির এই মন্তব্যের সমালোচনা এসেছে ইতালির সরকার ও ইউক্রেনের পক্ষ থেকে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছেন, ইউক্রেনের প্রতি সরকারের সহযোগিতা দৃঢ় ও বদলাবে না।

জেলেনস্কির উপদেষ্টা ওলেগ নিকোলেঙ্কো নিন্দা জানিয়ে বলেছেন, ইতালির সাবেক প্রধানমন্ত্রী রুশ প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।  

বারলুসকোনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে পুনর্নির্মাণে জেলেনস্কিকে ট্রিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে যুদ্ধ বন্ধ করতে পারেন। যেমনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপ পুনর্গঠনে মার্শাল প্ল্যান করা হয়েছিল।

তার কথায়, শুধু এমন কিছুই এই ভদ্রলোককে (জেলেনস্কি) যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে পারে।