রাশিয়াকে হারাতে হবে, কিন্তু গুঁড়িয়ে দেওয়া যাবে না: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে যুদ্ধে পরাজিত রাশিয়ার গুঁড়িয়ে যাওয়া তিনি দেখতে চান না। ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তিনি প্রস্তুত আছেন।

ম্যাক্রোঁ বলেন, আমি চাই ইউক্রেনে রাশিয়া পরাজিত হোক। আমি চাই ইউক্রেন নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হোক।

কিন্তু যারা যুদ্ধটিকে রাশিয়াকে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিস্তৃত করতে চান তাদের সমালোচনা করেছেন তিনি।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতারা যখন একত্রিত হয়েছেন তখন ম্যাক্রোঁ এই মন্তব্য করলেন। এই সম্মেলনে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সরবরাহের এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার সর্বাত্মক পরাজয় আমাদের লক্ষ্য, রাশিয়াকে তার নিজ ভূখণ্ডে আক্রমণ করার মতো চিন্তা আমি করছি না। অনেকেই এমনটি ভাবছেন। এই পর্যবেক্ষকরা চান রাশিয়াক গুঁড়িয়ে দিতে। ফ্রান্সের এমন অবস্থান কখনও ছিল না এবং হবে না।

এর আগে শুক্রবার মিউনিখে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জোর দিয়ে দাবি করেছেন, মস্কোর সঙ্গে সংলাপের সময় এখন নয়। কিন্তু চূড়ান্ত লক্ষ্য হিসেবে শান্তির কথা তুলে ধরা থেকে পিছপা হননি তিনি।

তার মতে, মিত্রদের সহযোগিতা ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রচেষ্টা হলো রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে ফরাসি প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, বিশ্বজুড়ে এমন উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সূত্র: বিবিসি