ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করলো সার্বিয়া

ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে সার্বিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক শুক্রবার এক বিবৃতিতে জানান, বিবাদমান কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করছে না বেলগ্রেড।

ডেসিক বলেন, ‘সার্বিয়া সেসব দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করে না, যা কোনো বিরোধ এবং সমস্যার কারণ হতে পারে। কিছু সংবাদমাধ্যমে এমন গুজব ছড়িয়েছে। আমি জোরালোভাবে বলতে চাই, এমন সিদ্ধান্ত আমরা কখনই নেব না।’

একই ধরনের বিবৃতি সার্বিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আলাদাভাবে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে রকেট, মাইন বা শেল কোনো পক্ষকে দেয়নি সার্বিয়া। বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বেলগ্রেড।

ইউক্রেনকে সার্বিয়া অস্ত্র দিচ্ছে... গত কয়েকদিন ধরে কিছু সংবাদমাধ্যমে এমন দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, সার্বিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র নির্মাতা ক্রুসিক, সোভিয়েত-নির্মিত এম-২১ গ্রেডের একাধিক রকেট লঞ্চ সিস্টেমে ব্যবহৃত প্রায় ৩ হাজার ৫০০টি ১২২-মিমি রকেটের একটি চালান সরবরাহ করেছে। চালানটি তুর্কি এক গ্রাহকের মাধ্যমে স্লোভাকিয়া হয়ে ইউক্রেনে পাঠানো হয়।

 

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক

 

অস্ত্র তৈরি কারখানা ক্রুসিক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তারা জানায়, মিডিয়া রিপোর্টগুলো অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক তথ্য ব্যবহার করেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সে থেকে নিরপেক্ষ অবস্থানে আছে বেলগ্রেড।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছেন, মস্কোর চলমান সামরিক অভিযানের নিন্দা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা-আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাপের মুখে আছেন তারা।

ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে সার্বিয়ার কাছে জবাব চেয়েছে রাশিয়াও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার বলেন, ‘রাশিয়া-সার্বিয়ান সম্পর্কের ওপর প্রভাব ফেলে এমন বিষয়গুলোকে খোলামেলা করা গুরুত্বপূর্ণ।’ সূত্র: আরটি