ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে নিহত ৬

ইউক্রেনের বিভিন্ন শহরে বুধবার রাতের ক্ষেপণাস্ত্র বর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছে। বেশ কয়েকটি শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। গত তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন,  ১০টি অঞ্চলের অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে। দখলদাররা শুধু জনগণকে আতঙ্কিত করতে পারে। এটিই তারা পারে কেবল। এতে তাদের লাভ হবে না। তারা যা করছে সেগুলোর দায় এড়াতে পারবে না।

৬ জন নিহতের কথা নিশ্চিত করে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এদের মধ্যে কিয়েভে দুজন, খেরসনে তিনজন এবং ডনিপ্রোতে একজন নিহত।

শীতকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন প্রায় অচলাবস্থায় ছিল। গত বছর অক্টোবরে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। পরে তা কমে যায়। সর্বশেষ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা ১৬ ফেব্রুয়ারি চালিয়েছিল রাশিয়া।

মঙ্গলবার রাতের হামলায় কিয়েভের প্রায় অর্ধেক মানুষ উষ্ণতা ছাড়াই দিন পার করছেন। শহরটির তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

হামলার পর দক্ষিণাঞ্চলের অবস্থিত জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটি রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি বলেছেন, মোট ৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। একই সঙ্গে আটটি শাহেদ ড্রোন বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।