ইউক্রেনে যুদ্ধবিমান পাঠালে ধ্বংস করা হবে: রাশিয়ার হুমকি

পোল্যান্ড ও স্লোভাকিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার (১৭ মার্চ) বলেছেন, পশ্চিমা দেশগুলো যেসব যুদ্ধবিমান ইউক্রেনে পাঠাবে সেগুলো ধ্বংস করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর রাশিয়া আক্রমণের পর থেকে ন্যাটো দেশগুলো বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহযোগিতা পাঠিয়েছে ইউক্রেন। কিয়েভের পক্ষ থেকে অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে বৃহস্পতিবারের আগ পর্যন্ত কোনও দেশ যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দেয়নি। বৃহস্পতিবার পোল্যান্ড ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে ৪টি সোভিয়েত আমলের মিগ-২৯ সরবরাহ করবে। এরপর শুক্রবার স্লোভাকিয়াও ঘোষণা দিয়েছে ইউক্রেনকে মিগ-২৯ সরবরাহের। পোল্যান্ড ও স্লোভাকিয়া উভয় দেশ ন্যাটোর সদস্য।

ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে পশ্চিমারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে বলে অভিযোগ করে আসছে মস্কো। এর আগেও ন্যাটোর পাঠানো অস্ত্র রুশবাহিনীর বৈধ নিশানা বলে সতর্ক করেছে দেশটি।

শুক্রবার সাংবাদিকদের ক্রেমলিন মুখপাত্র বলেন, বিশেষ সামরিক অভিযানের আওতায় ইউক্রেনে পাঠানো সব সরঞ্জাম ধ্বংস করা হবে। মনে হচ্ছে দেশগুলো নিজেদের ভাণ্ডারে থাকা অপ্রয়োজনীয় সব অস্ত্র কাজে লাগাতে চাইছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছে স্লোভাকিয়া। এগুলো দিয়ে পুরনো মিগ-২৯ বহরের স্থলাভিষিক্ত করেছে দেশটি। গত বছর গ্রীষ্মে বিমান বহরের ১১টি মিগ-২৯ কে বসিয়ে দেয় স্লোভাকিয়া।