ক্রেডিট সুইস ব্যাংকের ভাগ্য নির্ধারণ আজ

ক্রেডিট সুইস ব্যাংকের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ রবিবার (১৯ মার্চ)। সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি গত সপ্তাহে সংকটে পড়ার পর তা থেকে উত্তরণের জন্য ইউবিএস ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। ইউবিএস ব্যাংকটি ক্রেডিট সুইসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। পুরো ক্রেডিট সুইস ব্যাংক বা এর কিছু অংশ কেনা নিয়ে এই আলোচনা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ক্রেডিট সুইসের আর্থিক প্রতিবেদনে দুর্বলতা পাওয়ার পর আস্থার সংকটে পড়ে ব্যাংকটি। সুইস ন্যাশনাল ব্যাংকের ৫৪ বিলিয়ন ডলারের জরুরি সহযোগিতার ঘোষণাতেও সংকটের অবসান হয়নি। সোমবার কর্ম দিবস শুরুর আগে ব্যাংক নিয়ন্ত্রকরা একটি চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছেন।

ক্রেডিট সুইস সংকটে পড়ার আগে যুক্তরাষ্ট্রের দুটি ছোট ব্যাংক বন্ধ হয়। এই ঘটনাগুলোর কারণে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়াতে শুরু করেছে।

বিশ্বের যে বৃহৎ ত্রিশটি ব্যাংককে ধসে পড়ার মতো নয় বলে মনে করা হত, ক্রেডিট সুইস ছিল সেগুলোর একটি। কালণ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় এসব ব্যাংকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সুইস ন্যাশনাল ব্যাংকের তারা নিবিড় যোগাযোগ রাখছেন যখন নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকরা ক্রেডিট সুইসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন।

সোমবার বাজার চালু হওয়ার আগে যদি একটি চুক্তি না হয় তাহলে আশঙ্কা করা হচ্ছে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের আরও দরপতন হতে পারে। বুধবার ব্যাংকটির শেয়ারের দরপতন হয়েছিল ২৪ শতাংশ।

শনিবার রাতে জরুরি বৈঠকে বসেছিল সুইস সরকার। তবে এখন পর্যন্ত আলোচনার অগ্রগতি নিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

একটি সূত্র রয়টার্সকে বলেছে, ক্রেডিট সুইস ব্যাংককে কিনতে হলে সুইজারল্যান্ড সরকারের কাছে ৬ বিলিয়ন ডলার চেয়েছে ইউবিএস। যদি ইউবিএস ব্যাংকটি কিনে নেয় তাহলে গণছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ক্রেডিট সুইস ব্যাংক গত কয়েক বছর একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো অর্থপাচারের অভিযোগ।