বাখমুতের ৭০ শতাংশ ওয়াগনার বাহিনীর নিয়ন্ত্রণে: প্রিগোজিন

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের প্রায় ৭০ শতাংশ অঞ্চল তার বাহিনীর দখলে রয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কাছে এক খোলা চিঠিতে তিনি এই দাবির কথা উল্লেখ করেছেন।

বাখমুত দখলের জন্য কয়েক মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা। ফেব্রুয়ারি থেকে শহরটি দখলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া।

প্রিগোজিন স্বীকার করেছেন বাখমুতের পরিস্থিতি ‘খুব কঠিন' এবং শত্রুরা প্রতি ইঞ্চি ভূখণ্ডের জন্য লড়াই করছে’।

টেলিগ্রামে প্রকাশিত খোলা চিঠিতে প্রিগোজিন লিখেছেন, এই মুহূর্তে ওয়াগনার ইউনিট বাখমুত শহরের প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। শহরটি মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

চিঠিতে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করার জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন প্রিগোজিন। তার ধারণা মার্চের শেষ দিকে বা এপ্রিলের শুরুতে এই আক্রমণ চালাবে ইউক্রেন।

প্রিগোজিন বলছেন, ইউক্রেনের এমন পাল্টা আক্রমণে পূর্ব ইউক্রেনে রুশ সেনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ওয়াগনার বাহিনী।

প্রিগোজিন বাখমুতের ৭০ শতাংশ দখলের দাবি করলেও শনিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের সঙ্গে লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ওয়াগনার বাহিনী।

প্রিগোজিন ও ইউক্রেনীয় বাহিনীর দাবির সত্যতা স্বতন্ত্রভাবে কোনও সংবাদমাধ্যম নিশ্চিত করতে পারেনি।

সূত্র: সিএনএন